বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গফরগাঁওয়ে তরুণের লাশ উদ্ধার 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

গফরগাঁওয়ে তরুণের লাশ উদ্ধার 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের মলমল গ্রাম থেকে মঙ্গলবার (৩০ মে) জুয়েল মড়ল (১৮) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার রতন মড়লের ছেলে। 

জানা যায়, নিহত জুয়েল মড়ল ভালুকা উপজেলায় একটি টেক্সটাইল মিলে কাজ করতো ও সে জুতার গামে আসক্ত ছিলো। গত দুই সপ্তাহ আগে মাদকের জন্য টাকা চাইতে গিয়ে বাবার সাথে মনোমালিন্য হলে সে বাড়ি থেকে বের হয়ে এলাকাতেই অবস্থান করছিলো। 

গত সোমবার রাতে জুয়েল বাড়ি থেকে প্রায় দুইশো গজ দূরে মেহগনি গাছে গলায় দরি বেঁধে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে এ সময় ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ নেশা জাতীয় জুতোর গামের পলিথিন উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন এবং পাগলা থানার ওসি রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পাগলা থানার ওসি রাজু আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা আত্মহত্যা ও ছেলেটি মাদকাসক্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে।

টিএইচ